Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মির্জাপুর উপজেলা

 

০১।

 অবস্থান ও 

 আয়তনঃ

 

টাংগাইল জেলার ১২টি উপজেলার মধ্যে মির্জাপুর অন্যতম একটি উপজেলা। ০৭/১১/১৯৮২ সালে বাংলাদেশের প্রথম মান উন্নীত থানা  হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন। পৃথিবীর মানচিত্রে মির্জাপুর উপজেলার অবস্থান ২৪০১র্ উত্তর অক্ষাংশ থেকে ২৪১২র্ উত্তর অক্ষাংশে এবং ৮৯৫৮র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০১৪র্ পূর্ব দ্রাঘিমার মধ্যে। উত্তরে টাংগাইল জেলার বাসাইল ও সখিপুর উপজেলা , পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, দক্ষিণে ঢাকা জেলার ধামরাই উপজেলা  এবং পশ্চিমে টাংগাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলা অবস্থিত। মির্জাপুর উপজেলার মোট আয়তন ৩৭৩.৮৮ বর্গকিলোমিটার।

০২।

ভূ-প্রকৃতিঃ

 

উপজেলার উত্তর- পূর্ব দিকের কিছু অংশ বাদে বাকী অংশ প্লাবন সমভূমি অঞ্চল। উত্তর- পূর্ব অংশটি প্লাইস্টোসিন যুগের ভাওয়াল মধুপুর ট্র্যাকের অংশ বিশেষ। স্থানীয় ভাবে এ অংশকে ‘‘পাহাড়’’ বলা হয়। সমভূমি বিধৌত নদীগুলো হচ্ছে বংশাই, খাগজানা ও লৌহজং। এ ছাড়া অসংখ্য খাল- বিলও রয়েছে। ছোট-খাট মিলে মোট পুকুর২০৪৩টি আবাদী পুকুর ১৩৫৮টি। মোট বনভূমির পরিমাণ ১১,৮৩২ একর।

০৩।

মির্জাপুর উপজেলার সাধারণ তথ্যাবলীঃ

 

মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত হওয়ার তারিখ- ১৩/১২/১৯৭১ খ্রি.

মোট মুক্তিযোদ্ধার সংখ্যা- ৮৪০ জন।

শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা- ৩৩ জন।

 

  1. মির্জাপুর উপজেলার প্রতিষ্ঠা তারিখ-  ০৭/১১/১৯৮২ খ্রি.
  2. উপজেলার আয়তন- ৯২,৩৯০ একর, ৩৭৪ হেক্টর, ১৪৪.৩৬ বর্গমাইল, ৩৭৪ বর্গকিলোমিটার।
  3.  
  4. পৌরসভা- ০১টি, 
  5. মির্জাপুর পৌরসভার প্রতিষ্ঠা তারিখ- ০৯/০৩/১৯৯৯ খ্রি.
  6. ওয়ার্ড সংখ্যা- ০৯ টি, গ্রাম- ০৯ টি, মহল্লা- ১৭ টি, আয়তন- ৩,৯৭১ একর, ১৬.০৭ বর্গকিলোমিটার।
  7.  
  8. ইউনিয়ন - ১৪টি।
  9. মোট মৌজার সংখ্যা - ২০৭ টি।
  10. মোট গ্রামের সংখ্যা - ২৫৭ টি।
  11. মোট খানা/পরিবারের সংখ্যা - ৯৭,৪৩৮ টি।
  12. মোট জনসংখ্যা- ৪,২৩,৭০৮ জন       (পুরুষ- ২,০২,৮৮২ জন।      
  13.                                                        ( মহিলা- ২,২০,৮২৬ জন)।
  14. পেশাভিত্তিক জনসংখ্যা- কৃষিজীবিঃ ৫২%, ব্যবসায়ীঃ ১৩%, চাকরীজীবিঃ ০৯%, অন্যান্যঃ ১৮%, বেকারঃ ০৮%
  15. মোট ভোটার সংখ্যা- ৩,০২,০৫৯ জন।
  16. প্রতিবর্গ কিলোমিটারে জনসংখ্যা - ১১৩২.৯০ জন।
  17. মোট জনসংখ্যার ৮৬.৫৮% মুসলমান, ১৩.৩৫% হিন্দু ও ০.০৭% অন্যান্য ধর্মাবলম্বী।
  18. শিক্ষার হার  প্রায় ৫৫.৫%,  পুরুষ- ৫৯.০২%,  মহিলা-৫২.২%।
  19. মসজিদ ৩৯৩ টি, মন্দির ৮৫ টি, ঈদগাহ ২৩৮ টি।
  20. সরকারী অফিস ৩০ টি।
  21. আধা-সরকারী অফিস- ০২টি
  22. ইউনিয়ন ভূমি অফিস ১২ টি, খাসজমি-৪৯৯ একর, বনভূমিঃ ৭৫৫৭ একর, অর্পিত সম্পত্তিঃ ৩৪৯৩ একর।
  23. উপজেলায় জলমহলের সংখ্যা- ৬৬ টি, মৎস্যচাষাধীন পুকুরের সংখ্যা-১৩৯০ টি।
  24. দৈনিক বাজার সংখ্যা- ১১২ টি, সাপ্তাহিক হাট- ৩৬ টি,
  25. পুলিশ ট্রেনিং সেন্টার ০১ টি ( মহেড়া )।
  26. ফায়ার সার্ভিস স্টেশন- ০১ টি
  27. ডাকবাংলো- ০২ টি
  28. কমিউনিটি সেন্টার- ১৩ টি
  29. ব্যাংক- ২৪ টি।
  30. বীমা কোম্পানী- ০৯ টি
  31. কাজী অফিস- ১৬ টি
  32. এনজিও অফিস- ৪৪ টি
  33. রেজিস্ট্রার ক্লাব- ৩২০ টি
  34. রেজিস্ট্রার বিহীন ক্লাব- ১২২ টি
  35. গুচ্ছগ্রাম- ০১ টি।
  36. আশ্রয়ন প্রকল্প- ০২ টি
  37. আবাসন প্রকল্প- ০১ টি
  38. বৃদ্ধ/বৃদ্ধাশ্রম সংখ্যা- নাই
  39. সমবায় সমিতিঃ বিভাগীয়- ১৬৪ টি
  40. সিভিডিপি- ৭৫ টি
  41. বিআরডিবি ভুক্ত- ৩২১ টি
  42. বয়স্ক ভাতার সংখ্যা- ৮,১৪০ জন
  43. বিধবা ভাতা গ্রহণকারীর সংখ্যা- ২,০২২ জন
  44. প্রতিবন্ধি ভাতা গ্রহণকারীর সংখ্যা- ১০২৩ জন
  45. উপজেলায় বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা- ২২৭ টি
  46. উপজেলায় বিদ্যুৎ স্থাপনের তারিখ- ১৯/০৭/১৯৮৩ খ্রি.
  47. উপজেলায় মোট পশু হাসপাতাল- ০১ টি
  48. কৃত্তিম প্রজনন কেন্দ্র-০৯ টি
  49. উপজেলায় খাদ্যগুদামের সংখ্যা- ০৫ টি
  50. দারনক্ষমতা- ৩,৫০০ মে.ট.
  51. কোল্ড স্টোরের সংখ্যা- ০১ টি
  52. দারনক্ষমতা- ৯,৫০০ মে. ট.

০৪।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্তঃ

 

১. সরকারী কলেজ- ০১ টি ( মির্জাপুর ক্যাডেট কলেজ )।

২. বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজ- ০১ টি।

৩. টেকনিক্যাল কলেজ - ০৪ টি।

৪. বেসরকারী কলেজ- ০৬ টি।

৫.  বেসরকারী মেডিকেল কলেজ- ০১ টি

৬.  বেসরকারী উচ্চ বিদ্যালয় বালক- ৪৫ টি ।

৭.  বেসরকারী উচ্চ বিদ্যালয় বালিকা- ০৫ টি (ভারতেশ্বরী হোমস সহ )।

৮. নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়- ০৩ টি।

৯. সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১৩ টি।

১০. সম্প্রতি সরকারী কর্তৃক ঘোষিত সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৪৯ টি।

১১. আন-রেজি. প্রাথমিক বিদ্যালয়- ০৫ টি।

১২. কমিউনিটি বিদ্যালয়- ০৬ টি।

১৩. কিন্ডার গার্ডেন- ৬৯ টি।

১৪. এনজিও পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান- ৪৫ টি।

১৫. এবতেদায়ী মাদ্রাসা - ০৩ টি।

১৬. দাখিল মাদ্রাসা- ১৩ টি।

১৭. আলিম মাদ্রাসা- ০২ টি।

১৮. হাফেজিয়া মাদ্রাসা - ৩৮ টি।

১৯. ফোরকানিয়া/মক্তব - ১৪৫ টি

২০. কওমি মাদ্রাসা - ১২ টি।

২১. এতিমখানা- ০৬ টি।

০৫।

স্বাস্থ্য সেবাঃ

 

  1. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(সরকারী) -   ০১টি
  2. উপস্বাস্থ্য কেন্দ্র/আরডি- ০৫ টি
  3. কমিউনিটি ক্লিনিকের সংখ্যা- ৫২ টি
  4. বেসরকারী স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা- ০৮ টি (কুমুদিনী হাসপাতাল সহ)।
  5. বেসরকারী ক্লিনিক- ১৪ টি
  6. ঔষধালয় -১৬০ টি
  7. দন্ত চিকিৎসালয় -০৭ টি
  8. হোমিও চিকিৎসা কেন্দ্র- ১৮ টি
  9. এ্যাম্বুলেন্সের সংখ্যা -০৪টি
  10. পরিবার পরিকল্পনা ক্লিনিক সংখ্যা-০১টি
  11. পরিবার কল্যাণ কেন্দ্র -১৩ টি
  12. পরিবার পরিকল্পনা কর্মীর সংখ্যা- ৬৭ জন।
  13. নার্স প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা- ০১ টি।
  14. পানীয় জলের নলকূপ সংখ্যা: (সরকারী -৫,০১৯টি  বেসরকারী-৪৬,৬৩১ টি)
  15. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী- ৮৭ %
       

                                                                                   
                                                                           =২=

 

০৬।

যোগাযোগ ব্যবস্থাঃ

 

  1. বাস সংখ্যা- ৩২ টি।
  2. ট্রাক সংখ্যা- ৩৮ টি
  3. রেন্ট এ কার/মাইক্রো সংখ্যা- ৯৬ টি
  4. টেম্পুর সংখ্যা- ১৪৫ টি
  5. ম্যাক্সি কার সংখ্যা- ৩৮ টি
  6. ভাড়ায় চালিত মটর সাইকেল সংখ্যা- ২৩০ টি
  7. রিকসা /ভ্যান সংখ্যা-৬২০টি
  8. ইনজিন বোট সংখ্যা- ৪৪ টি
  9. রেল স্টেশন ০১ টি।
  10. রেলপথ- ১৭ কি.মি.
  11. পাকা রাস্তা- ১৩২ কি.মি.
  12. অর্ধপাকা রাস্তা- ১৮ কি.মি.
  13. কাচা রাস্তা- ৮০০ কি.মি.
  14. নদী পথ-(বর্ষাকালিন)- ৭৫ কি. মি.
  15. নদী পথে ফেরী পারাপার স্থান-   নাই।
  16. সাব পোষ্ট অফিস সংখ্যা- ০৪ টি
  17. ব্রান্স পোষ্ট অফিস সংখ্যা- ৩২ টি
  18. ব্রীজ সংখ্যা- ৮০ টি
  19. কালভার্ট সংখ্যা- ১৮৫ টি
  20. টেলিফোন এক্সচেঞ্জ ০৩ টি ( দেশের প্রায় সব মোবাইল কোম্পানীর টাওয়ার আছে)।
  21. কুরিয়ার সার্ভিস সংখ্যা- ০৩ টি
  22. মোবাইল ফোন ব্যবহারকারী পরিবার- ৯৫%
  23. হেলিপ্যাড সংখ্যা- ০১ টি
  24. পেট্রোল পাম্প- ০৭ টি।

০৭।

কৃষি বিষয়কঃ

 

  1. মোট জমির পরিমাণ ৯২,৩৯০ একর (আবাদী ৭১,৮০৯ একর এবং অনাবাদী ২০,৫৮১ একর )।
  2. সেচের আওতায় জমির পরিমাণ ৫৫,১২৪ একর।
  3. খাদ্য গুদাম- ০৫ টি,  বীজ গুদাম- ০১ টি  কোল্ড ষ্টোর- ০১ টি।

০৮।

অর্থনীতি ও পেশাঃ

 

পেশাভিত্তিক জনসংখ্যার হার-

  1. কৃষি ৬২%।
  2. ব্যবসা  ১১%।
  3. চাকুরী  ১০%।
  4. বেকার ১১%।
  5. অন্যান্য  ০৬%।

০৯।

ঐতিহাসিক স্থান  ও  বিশিষ্ট ব্যক্তিত্বঃ

 

বিশেষ কয়েকটি কারণে ঐতিহাসিক মির্জাপুর উপজেলা সারা বাংলাদেশে তথা উপমহাদেশে বিশেষভাবে পরিচিত। এগুলো হচ্ছে দানবীর রায়বাহাদুর রনদা প্রসাদ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত ৭৫০ শয্যার ‘‘ কুমুদিনী হাসপাতাল ’’, শিক্ষা প্রতিষ্ঠান ‘‘ ভারতেশ্বরী হোমস্ ’’। এ ছাড়া রয়েছে দেশের শীর্ষ স্থানীয় ক্যাডেট কলেজ  ‘‘ মির্জাপুর ক্যাডেট কলেজ ’’। দেশের প্রায় ৯০টি রুটে চলাচলকারী যানবাহনে দিন রাত ২৪ ঘন্টা সদা সচল মির্জাপুর উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের কারণে ‘‘ মির্জাপুর উপজেলা ’’ সারাদেশে বহুল পরিচিত একটি নাম। এ উপজেলার গোড়াই ইউনিয়নে অনেক শিল্প কারখানা রয়েছে।

১০।

শিল্প কারখানাঃ

   
  1. মোট কাঠের আসবাবপত্র তৈরীর কারখানা ৩৩৮ টি।
  2. মোট ইট ভাটা ৫২ টি।
  3. মোট স, মিলস্ ৫৬ টি।
  4. মোট কটন মিলস্ ০৫ টি।
  5. মোট ছাপাখানা ০৪ টি।
  6. মোট ক্ষুদ্র শিল্প ৩৬০ টি।
  7. মোট বৃহৎ শিল্প সংখ্যা ৪২টি ।
  8. মোট কুটির শিল্প ১৪১৩ টি।
  9. মোট তৈলের মিল- ৩০ টি।
  10. মোট রাইস মিল- ৩৫০ টি।
  11. মোট তাত শিল্প- ১০৪ টি।
  12. মোট বয়েল মিল- ১৮ টি।
  13. মোট কোল্ড ষ্টোরেজ- ০১ টি।
  14. মোট মৃৎ শিল্প- ১৪০ টি।

১১।

অন্যান্য বিষয়াবলীঃ

 

উপজেলায় ০১ টি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন আছে। ০৩ টি ইউনিয়ন প্রায় সম্পূর্ণ বন্যামুক্ত এবং ০১ টি আংশিক বন্যামুক্ত। বন্যামুক্ত এলাকার অনেকাংশে সরকারী ও বেসরকারী বনভূমি ও উচু লালমাটি। উপজেলার অবশিষ্ট অংশ নিচু এবং সামান্য বর্ষাতেই বন্যা কবলিত হয়। বর্ষাকালে অধিকাংশ এলাকায়  চলাচলের বাহন নৌকা।