Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মির্জাপুর উপজেলার পটভূমি

টাংগাইল জেলার ১২টি উপজেলার মধ্যে মির্জাপুর অন্যতম একটি উপজেলা। ১৯৮২ সালে বাংলাদেশের প্রথম মান উন্নীত থানা  হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন। পৃথিবীর মানচিত্রে মির্জাপুর উপজেলার অবস্থান ২৪০১র্ উত্তর অক্ষাংশ থেকে ২৪১২র্ উত্তর অক্ষাংশে এবং ৮৯৫৮র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০১৪র্ পূর্ব দ্রাঘিমার মধ্যে। উত্তরে টাংগাইল জেলার বাসাইল ও সখিপুর উপজেলা , পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, দক্ষিণে ঢাকা জেলার ধামরাই উপজেলা  এবং পশ্চিমে টাংগাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলা অবস্থিত। মির্জাপুর উপজেলার মোট আয়তন ৩৭৩.৮৮ বর্গকিলোমিটার।