টাংগাইল জেলার ১২টি উপজেলার মধ্যে মির্জাপুর অন্যতম একটি উপজেলা। ১৯৮২ সালে বাংলাদেশের প্রথম মান উন্নীত থানা হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন। পৃথিবীর মানচিত্রে মির্জাপুর উপজেলার অবস্থান ২৪০০১র্ উত্তর অক্ষাংশ থেকে ২৪০১২র্ উত্তর অক্ষাংশে এবং ৮৯০৫৮র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০০১৪র্ পূর্ব দ্রাঘিমার মধ্যে। উত্তরে টাংগাইল জেলার বাসাইল ও সখিপুর উপজেলা , পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, দক্ষিণে ঢাকা জেলার ধামরাই উপজেলা এবং পশ্চিমে টাংগাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলা অবস্থিত। মির্জাপুর উপজেলার মোট আয়তন ৩৭৩.৮৮ বর্গকিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস