Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Tottho Apa
কর্মকর্তা

নাম - নাছরিন আক্তার 

পদবী - তথ্যসেবা কর্মকর্তা 

মেইল - tsk.mirzapur@totthoapa.gov.bd 

মোবাইল- 01833433346

অফিসিয়াল নাম্বার - 01313704482

কর্মচারী 

নাম - সুফিয়া খাতুন 

পদবী - তথ্যসেবা সহকারী 

মেইল - sufia5811@gamil.com

মোবাইল - 01923245918



নাম - আয়শা আক্তার 

পদবী - তথ্যসেবা সহকারী 

মেইল - ayesaakter2050@gmail.com

মোবাইল - 01727385868



নাম - হামিদুল 

পদবী - অফিস সহায়ক 

মেইল - rhamanmhoshiur@gmail.com

মোবাইল - 01724449549


সিটিজেন'স চার্টার

উপজেলা তথ্য কেন্দ্রের সেবাসমূহ:

১। মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা  প্রদান;

২। চাকরির আবেদনপত্র পূরন;

৩। ভর্তি পরীক্ষার ফরম পূরণ;

৪। বিভিন্ন পরীক্ষার ফালাফল;

৫। ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ;

৬। ই-কমার্স সেবা প্রদান;

৭। কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান;

৮। আইনী সহায়তার পরামর্শ প্রদান;

৯। মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্রচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা,উচ্চতা মাপা;     

১০। ডোর টু ডোর সেবা প্রদান;  

১১। প্রতি মাসে ২টি করে উঠান বৈঠক ইত্যাদি।  


[ বি.দ্র: সকল সেবা বিনামূল্যে শুধুমাত্র মহালাদের প্রদান করা হয় ।]


সেবাপ্রদান পদ্ধতি

ক.ইন্টারনেটের মাধ্যমে তথ্যসেবা প্রদান :

তথ্য কেন্দ্রে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ থাকবে। প্রকল্পের উপকারভোগীগণকে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া চাকরির খবর, বিভিন্ন পরীক্ষার ফলাফল, সরকারী বিভিন্ন সেবাসমূহের তথ্য বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

খ.  প্রাথমিক স্বাস্থ্য সেবা (Primary Healthcare):

তথ্য কেন্দ্রসমূহ হতে মহিলা ও শিশুদের বিনামূল্যে নিম্নলিখিত প্রাথমিক স্বাস্থ্য সেবাসমূহ প্রদান করা হচ্ছেঃ    

 ব্লাড প্রেসার পরীক্ষা  

 ওজন পরিমাপ   

 ডায়াবেটিস পরীক্ষা

উচ্চতা মাপা

তাপমাত্রা পরিমাপ

পালস মাপা

গ. ডোর টু ডোর তথ্য সেবা (Service at Door to Door Step):

প্রতিটি তথ্য কেন্দ্রে নিয়োজিত তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীগণ সংশ্লিষ্ট উপজেলার বাড়ি-বাড়ি  গিয়ে ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করছেন এবং স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবাগ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার দ্রুত ও কার্যকরী সমাধানে সহযোগিতা করছেন।

এসকল তথ্য কেন্দ্রে মহিলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু ,অভিযোগ মতামত, স্থানীয় সমস্যা ইত্যাদির রেকর্ড রেখে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয় ৷ নারীর বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত রের্কড বুক সংরক্ষণ করা হয় এসকল তথ্য কেন্দ্রে ৷